সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ভারতে সরকারি কাজে নিষিদ্ধ গুগল ট্রান্সলেট

ইনফোটেক ডেস্ক

ভারতে সরকারি কাজে নিষিদ্ধ গুগল ট্রান্সলেট

ইংলিশ থেকে কোনো কিছু অনুবাদ করার জন্য ব্যবহার করা যাবে না ‘গুগল ট্রান্সলেট’। এমনই এক নির্দেশিকা দিল ভারতের কেন্দ্রীয় সরকার। এই নির্দেশিকায় বলা হয়েছে কোনো সরকারি কর্মচারি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারবেন না। অনেক সময় ‘গুগল ট্রান্সলেট’ ব্যবহার করতে গিয়ে একটি শব্দের অর্থ বদলে হয় আরেকটি। যার দরুন সরকারি অনেক গুরুত্বপূর্ণ নথি ভুল হয়ে যায়। এর ফলে মাঝে মধ্যেই অস্বস্তিকর পরিস্থিতে পড়তে হয় সরকারকে। যদিও দেশের অন্য রাজ্যগুলোতে ‘গুগল ট্রান্সলেট’ ব্যবহার করা গেলেও কঠোরভাবে নিষিদ্ধ মহারাষ্ট্রে। যদি কেউ এই গুগল ট্রান্সলেট ব্যবহার করে ভুল নথি পেশ করে তবে সেই কর্মচারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না। গেল বছরের আগস্ট মাসে মহারাষ্ট্রে রাষ্ট্রদ্রোহিতার মামলার এক নথি মারাঠি ভাষায় অনুবাদ করতে গিয়ে এক সরকারি কর্মচারী বিভ্রান্তিকর অর্থ তৈরি করে। যার ফলে সরকারকে সমলোচনার মুখে পড়তে হয়। অনেকে অভিযোগ করেন সরকারি কর্মচারীরা নিজেদের সময় বাঁচানোর জন্য গুগল ট্রান্সলেটের সাহায্য নেয়। এরপর থেকে সরকার এ ধরনের নির্দেশিকা জারি করে। 

সর্বশেষ খবর