শিরোনাম
সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আমেরিকায় ভোটারদের গোপন তথ্য ফাঁস ইন্টারনেটে!

ইনফোটেক ডেস্ক

আমেরিকায় ভোটারদের গোপন তথ্য ফাঁস ইন্টারনেটে!

প্রায় ১৯ কোটি ১০ লাখ ভোটারের গোপন তথ্য ফাঁস হয়ে গেল আমেরিকায়। ডাটাবেস তৈরির সময় প্রযুক্তিগত সমস্যা হওয়াতে দেশের বেশিরভাগ মানুষের গোপন তথ্য ফাঁস হয়ে গেছে বলে জানিয়েছেন কম্পিউটার নিরাপত্তা সংক্রান্ত স্বতন্ত্র গবেষক চিরিস ভিকারি। ফাঁস হয়ে যাওয়া তথ্যে ভোটারের পুরো নাম, ঠিকানা, জন্ম তারিখ তো রয়েছেই। পাশাপাশি কোনো দলকে একজন ভোটার সমর্থন করেন এবং তার ই-মেইলে কি রয়েছে তাও ফাঁস হয়ে  গেছে। এছাড়াও মার্কিন ভোটারদের চিহ্নিত করার জন্য ব্যবহূত একক ভোটার আইডিও এতে রয়েছে। তালিকায় ওয়াশিংটন ডিসিসহ আমেরিকার ৫০টির বেশি শহরের ভোটাররা রয়েছেন বলে আরও জানা গেছে। ভিকারি জানিয়েছেন, তথ্য ফাঁস হওয়া নিয়ে সচেতনতা তৈরির বিষয়ে কাজ করার সময়ই ভোটার ডাটাবেস ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি জানা যায়। তবে এসব গোপন তথ্য এর মধ্যে অন্য কেউ হাতিয়ে নিয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি ভিকারি।

শুধু তিনি জানিয়েছেন, পেশাদার জালিয়াত বা অপরাধীরা চাইলে এসব তথ্য তাদের কাজে ব্যবহার করতে পারবে।

সর্বশেষ খবর