মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
ইনফো তথ্য

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্মার্টফোন

স্মার্টফোন এখন যেন যুগের চাহিদা। আর এক্ষেত্রে পিছিয়ে থাকবে না দৃষ্টিপ্রতিবন্ধীরাও। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপকরা বিশেষ ধরনের টাচস্ক্রিন ট্যাবলেট আবিষ্কার করেছেন যা দৃষ্টিপ্রতিবন্ধীরাও ব্যবহার করতে পারবে। উনিশ শতকের গোড়ার দিকে ফ্রান্সে শত্রু থেকে বাঁচার জন্য  সেনাদের মেসেজ পাঠানোর জন্য এক ধরনের ডট প্রযুক্তির ব্যবহার করা হতো। এই প্রযুক্তিতে গভীর অন্ধকারেও আঙ্গুলের স্পর্শে মেসেজ পড়া যেত। এই প্রযুক্তির আবিষ্কার করেছিলেন লুইস ব্রেইল। ছয় ডটের এই প্রযুক্তিতে বর্ণ, শব্দ এবং অক্ষর লেখা ও পড়া যেত।  দুটি সারিতে তিনটি করে ডট থাকত। একেকটি ডটকে বলা হতো ‘সেল’। ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক সিলি ও মডরেইন, সহযোগী অধ্যাপক ব্রেন্ট গিলেস্পি এবং পিএইচডি শিক্ষার্থী আলেক্সান্ডার রুসোমান্নো এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছেন যা দিয়ে দৃষ্টিপ্রতিবন্ধীরা একটি ডিসপ্লের সম্পূর্ণ অংশ পড়তে পারবেন। এখানে ব্যবহৃত হয়েছে মাইক্রো-ফ্লুইডিকস। সঙ্গে রয়েছে স্বল্প পরিমাণ তরল ও গ্যাস। শিগগিরই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। — ইনফো ডেস্ক

সর্বশেষ খবর