Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২১ জুন, ২০১৬ ২৩:৪৪
ঢাকায় গুগল আইও এক্সটেনডেড
ইনফোটেক ডেস্ক
ঢাকায় গুগল আইও এক্সটেনডেড

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হলো গুগলের সবচেয়ে বড় ডেভেলপার সম্মেলন ‘গুগল আইও’। ওই সম্মেলনে ভবিষ্যতে গুগল কী প্রযুক্তি আনবে তা তুলে ধরা হয়। এরই আলোকে বাংলাদেশে গুগল আইও এক্সটেনডেড সম্মেলনের আয়োজন করে গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) বাংলা। রাজধানীর একটি মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয় এই কর্মযজ্ঞ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান পিয়াস। গুগল আইওর কিনোট ছাড়াও বেশ কিছু প্রযুক্তিবিষয়ক সেমিনার এ সময় অনুষ্ঠিত হয়। এছাড়া ছিল ‘টুয়ার্ডস বিলিয়ন’ শীর্ষক বিশেষ আলোচনা। গুগল আইও এক্সটেনডেডের মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশে গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালট্যান্ট হাশমি রাফসাজানি। সিঙ্গাপুর থেকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে মেশিন লার্নিং বিষয়ে অনলাইনে একটি কর্মশালা পরিচালনা করেন স্টাফ ডেভেলপার অ্যাডভোকেট কাজুনরি সাটো। আরও বক্তব্য রাখেন জিডিজি বাংলার উপদেষ্টা মুনির হাসান ও পল্লব মোহাইমেন। আলোচনায় অংশ নেন ব্যাকপ্যাকের পরিচালক মোজাম্মেল হক, গ্রামীণফোনের হেড অব টেলিনর ডিজিটাল প্রোডাক্টস ফারহানা ইসলাম প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow