Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১২ জুলাই, ২০১৬ ০০:৩০
অ্যান্ড্রয়েডের ভার্সন ‘নুগাট’
ইনফোটেক ডেস্ক

গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনের নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন এ ভার্সনটির নাম ‘অ্যান্ড্রয়েড নুগাট’ রাখা হয়েছে। ‘অ্যান্ড্রয়েড-৭’ হিসেবেও পরিচিতি পাবে এটি। এর আগে অবশ্য নতুন ভার্সনটির নাম ‘নুটেলা হতে পারে বলে জানানো হয়েছিল। খবর ইন্ডিয়া টুডের। গুগল ২০০৯ সালে ১.৫ ভার্সন দিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের যাত্রা শুরু করে। অ্যান্ড্রয়েডের আপডেট ভার্সনগুলোর নাম একটি মিষ্টির নামানুসারে রাখা হয়। অ্যান্ড্রয়েড নুগাট ইতিমধ্যে কয়েকটি নেক্সাস ডিভাইস যেমন নেক্সাস ৬পি ও নেক্সাস ৫এক্সর জন্য অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে পাওয়া যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে এর চূড়ান্ত ভার্সন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইউজার ইন্টারফেসের দিক দিয়ে অ্যান্ড্রয়েড নুগাট অ্যান্ড্রয়েড মার্সমালোর মতো হলেও এতে বেশ কয়েকটি নতুন ফিচার থাকছে। এটি মাল্টি উইন্ডো মোড সাপোর্ট করবে এবং এটির আরও ডাইনামিক নোটিফিকেশন সিস্টেম থাকছে।

এই পাতার আরো খবর
up-arrow