মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এবার নকল ঠেকাতে মোবাইল জ্যামার!

ইনফো ডেস্ক

কখনো পরীক্ষায় গণহারে টোকাটুকি, কখনো আবার টাকা দিয়ে বোর্ড পরীক্ষায় প্রথম হওয়ার খবরে মুখ পুড়েছে ভারতের বিহার রাজ্যের শিক্ষাব্যবস্থা। নড়েচড়ে বসেছে প্রশাসন। নকল ঠেকাতে তাই এবার পরীক্ষা কেন্দ্রগুলোতে মোবাইল জ্যামার বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিহার পাবলিক সার্ভিস কমিশন। আগামী ১৩ আগস্ট রাজ্যে ২৯তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় তাই পরীক্ষা কেন্দ্রগুলোর কাছে মোবাইল জ্যামার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিএসসি। বিহার মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য পদে নিয়োগের জন্য পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি সংস্থাটি।

সর্বশেষ খবর