সোমবার, ৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

পোকেমন গো গেমে বিরক্ত চীনের ‘লাল সেনা’

পোকেমন গো গেমে বিরক্ত চীনের ‘লাল সেনা’

যত দিন যাচ্ছে, ততই বাড়ছে ‘পোকেমন গো’ গেমসের নেশা। পোকেমন জ্বর থেকে বাদ পড়ল না হংকংও। সম্প্রতি চীনের বাজারে এসেছে এ মোবাইল গেমস। আসা মাত্রই ভাইরাল হয়ে গেছে গেমটি। এই পাগলামি রুখতে সতর্ক করা হলো হংকংবাসীকে। চীনা সেনাবাহিনীর কড়া বার্তা, রাস্তাঘাটে গেমটি খেলার সময় সচেতন থাকতে হবে। পোকেমন গো খেলার বিশেষ নিয়ম রয়েছে। খেলার সময় স্মার্টফোনে জিপিএস লোকেশন অন রাখতে হয়। লোকেশন চিহ্নিত করে পোকেমন ও মনস্টাররা মোবাইল স্ক্রিনে আবির্ভূত হয়। অর্থাৎ আপনি শপিং মলে থাকুন বা রাস্তায়, ভার্চুয়াল পোকেমন এসে জোটে আপনার ফোনে। সেই পোকেমন কালেক্ট করে তাকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিতে হয়। যে যত পোকেমন কালেক্ট করতে পারবেন, তত খেলায় এগিয়ে যাওয়া যাবে। রাস্তায় হাঁটতে হাঁটতে গেমটি খেলতে গিয়ে অনেকেই দুর্ঘটনার মুখে পড়েছেন। হংকংবাসী আবার খেলতে খেলতে অজান্তেই সেনা ছাউনিতে ঢুকে পড়ছেন। আর এতেই আপত্তি জানিয়েছে চীনা সেনাবাহিনী। চীনা পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র পুরো বিষয়টিতে বিরক্তি প্রকাশ করে জানিয়েছেন, ‘হংকংয়ের আইন অনুযায়ী চীনা ব্যারাকে সাধারণের প্রবেশ নিষেধ। এ এলাকায় কারও ঢোকার অনুমতি নেই। তাই পোকেমন খোঁজার সময় যেন বাসিন্দারা মাথায় রাখেন তারা কোথায় দাঁড়িয়ে আছেন।’ পোকেমন গো অনুরাগীদের সতর্ক করতে একটি ভিডিও তৈরি করেছে চীনা সেনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। পাগলামি এতটাই বেড়েছে যে পোকেমন খুঁজতে গিয়ে অনেকেই রাস্তা হারিয়ে ফেলছেন। ব্যাগপত্র ফেলে রেখেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন। ৪০টি দেশে গেমটি লঞ্চ করেছে।

সর্বশেষ খবর