Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৪৪
টুকিটাকি
ক্রেডিট কার্ডের বিকল্প ফিঙ্গো পে!

মানিব্যাগে টাকাপয়সা নিতে ভুলে গেছেন! নো প্রবলেম। ক্রেডিট কার্ড তো আছে।

শহর কিংবা গ্রামে। ক্রেডিট কার্ডে কেনাকাটায় অভ্যস্ত কমবেশি এখন অনেকেই। তবে ক্রেডিট কার্ড ব্যবহারে অনেক সময় বিপদও হয়। প্রতারিত হওয়ার ঘটনাও ঘটেছে অনেক। ক্রেডিট কার্ডকে সুরক্ষিত করতে তাই অনেক দেশে বসেছে ফিঙ্গো পে সিস্টেম। বিজ্ঞানীরা বলছেন, ফিঙ্গার স্ক্যানিং পেমেন্ট প্রযুক্তির মাধ্যমে ক্রেডিট কার্ডের বিকল্প তৈরি করা যেতে পারে। এই প্রযুক্তিকে সংক্ষেপে ফিঙ্গো পে বলা হচ্ছে। ফিঙ্গো পে এক ধরনের মেশিন। মেশিনে থাকা বায়োমেট্রিক রিডারের মাধ্যমে আঙ্গুলের শিরা স্ক্যান করা যাবে। এতে ক্রেতার শিরার একটি মানচিত্র তৈরি হবে। এই শিরার ইমেজ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। দোকানে দোকানে থাকবে একটি করে স্ক্যানার। স্ক্যানারে ক্রেতা তার আঙ্গুল রাখলেই ফুটে উঠবে ক্রেতার অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য।

 

up-arrow