রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফেসবুকের নতুন ডাটা সেন্টার

ইনফোডেস্ক

ব্যবহারকারী বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর লস লুনাস গ্রামে সম্প্রতি ফেসবুকের নতুন ডাটা সেন্টার খোলা হচ্ছে। ডাটা সেন্টার তৈরিতে খরচ হবে ১৮০ কোটি মার্কিন ডলার। আগামী মাস থেকে এই ডাটা সেন্টারের নির্মাণ শুরু হওয়ার কথা রয়েছে, যা শেষ হবে ২০১৮ সালে। এক বছর আগে নিউ মেক্সিকোতে নতুন ডাটা সেন্টারের জন্য জায়গা পছন্দ করে ফেসবুক কর্তৃপক্ষ। এ নিয়ে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্নর সুসানা মার্টিনেজের সঙ্গে বৈঠক করেন ফেসবুকের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, নিউ মেক্সিকোর লস লুনাস গ্রামে তৈরি করা হবে ফেসবুকের ডাটা সেন্টার। এর আগে আয়ারল্যান্ডে একটি নতুন ডাটা সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিল ফেসবুক। প্রায় ৫০ হাজার স্কয়ার মিটারজুড়ে ডাটা সেন্টারটি স্থাপন করা হবে কাউন্টি মিথে, যা আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন থেকে মাত্র ৯ মাইল পশ্চিমে। সাধারণ অর্থে ডাটা সেন্টার বলতে কোনো তথ্যভাণ্ডারকে বোঝায়, যেখানে অনেক তথ্য একটি সংগ্রহস্থলে জমা থাকে। তথ্য সংরক্ষণ এবং তথ্য প্রদানের দ্রুততা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারিভাবে বিশ্বের অনেক জায়গায় ডাটা সেন্টার তৈরি করা হয়েছে। নামকরা সব প্রযুক্তি প্রতিষ্ঠানেরই রয়েছে ডাটা সেন্টার।

সর্বশেষ খবর