Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:১০
ইনফো তথ্য
আইফোন ৭-এর তথ্য ফাঁস!

সম্প্রতি নতুন আইফোন ৭-এর ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস হয়ে গেছে। তথ্যটি পাওয়া গেছে চিনা সার্টিফিকেশন ওয়েবসাইট ‘টেনা’ থেকে। জানা গেছে, আইফোন ৭ প্লাস-এর ব্যাটারি ক্যাপাসিটি হলো ২৯০০ এমএএইচ যা কি-না আইফোন ৬ এস প্লাসের ২৭৫০ এমএএইচ থেকে একটু বেশি। এদিকে আইফোন ৭-এর ব্যাটারি ক্যাপাসিটি হলো ১৯৬০ এমএএইচ যা কি না আইফোন সিক্স এস-এর ১৭১৫ এমএএইচের চেয়ে অল্প বেশি। তবে এখন পর্যন্ত অ্যাপেলের পক্ষ থেকে এই স্পেক ঘোষণা করা হয়নি। এখন প্রশ্ন জাগে- কেন উদ্বোধনের সময় ফোনের এই গুরুত্বপূর্ণ স্পেকটির ব্যাপারে চেপে গেল অ্যাপেল?  তবে শুধু ব্যাটারি ক্যাপাসিটি নয়, এখনো র‌্যাম ক্যাপাসিটিও ঘোষণা করেনি সংস্থা।

এই পাতার আরো খবর
up-arrow