রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সেলফি তুলতে গিয়ে ভাঙল অমূল্য ভাস্কর্য!

ইনফোটেক ডেস্ক

সেলফি তুলতে গিয়ে ভাঙল অমূল্য ভাস্কর্য!

বর্তমানে সেলফি জ্বরে ভুগছে বিশ্ববাসী। ছেলে-বুড়ো কেউই এর বাইরে নন। সুযোগ পেলেই আকর্ষণীয় জায়গায় দাঁড়িয়ে সেলফির জন্য পোজ দেওয়া। তবে সবকিছুর যেমন একটা সীমা আছে, তেমনি সেলফি তোলার ক্ষেত্রেও। কিন্তু সেই সীমা লঙ্ঘনের কারণে প্রায় দুর্ঘটনার কথা শোনা যায়। এই যেমন সম্প্রতি পর্তুগালের লিসবন জাতীয় জাদুঘরে সেলফি তুলতে গিয়ে এমনই একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন এক পর্যটক। বার্তাসংস্থা ইউপিআইয়ের খবরে বলা হচ্ছে, ওই পর্যটক অষ্টাদশ শতকের একটি অমূল্য ভাস্কর্য দেখে মুগ্ধ হয়ে যান। এরপর সেলফি তোলার লোভ সামলাতে না পেরে তার কাছে চলে যান। তখনই ঘটে দুর্ঘটনা। সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত ধাক্কা লেগে পড়ে গিয়ে খণ্ড খণ্ড হয়ে যায় ৩০০ বছরের পুরনো ভাস্কর্যটি। এমন ঘটনা ঘটানোর পর টনক নড়েছে জাদুঘর কর্তৃপক্ষের। পর্তুগালের সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি জানার পর কর্তৃপক্ষের গাফিলতির সঙ্গে সঙ্গে পর্যটকদের কাণ্ডজ্ঞানহীনতার বিরুদ্ধে তীব্র সমালোচনা জানিয়েছে। এত পুরনো একটি ভাস্কর্য ভেঙে ফেলার জন্য তার বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো ধরনের আইনগত ব্যবস্থা  নিয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে সেলফিটি ফেসবুকে দিতে কোনোরকম ভুল করেননি ওই পর্যটক।

সর্বশেষ খবর