মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এবার বাজারে আসছে আইফোন বন্দুক

ইনফোডেস্ক

শিগগিরই বাজারে আসছে আইফোনের ধাঁচে তৈরি বন্দুক। আর এটাই  এখন পুলিশের কাছে গুরুতর চিন্তার বিষয়। প্রযুক্তির কারসাজিতে অবিকল ফোনের মতো দেখতে বন্দুকটি বোতাম টেপা মাত্রই একটি মারাত্মক অস্ত্রে পরিণত হবে। মার্কিন অস্ত্রনির্মাতা ‘আইডিয়াল কনসিল’-এর বানানো এই আইফোন বন্দুক আগামী সপ্তাহে আমেরিকার বাজারে আসতে যাচ্ছে। ইতিমধ্যে ১২ হাজার বন্দুকের আগাম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এই ফোন বন্দুক নিয়ে উদ্বিগ্ন ইউকে, ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় দেশগুলো। সহজে লুকানো যায় তাই সন্ত্রাসবাদীরা এই বন্দুকটি ব্যবহার করতে পারে বলে মনে করছে ইউরোপীয় পুলিশ। প্রায় ৩৩০ পাউন্ড দামের এই বন্দুকটি শুধু আমেরিকায় বিক্রি করা হবে। তবে পাচারকারীদের দৌলতে এটি ইউরোপেও ছড়িয়ে পরবে বলে আশঙ্কা প্রকাশ করছে বেলজিয়ামের পুলিশ। স্মার্টফোনের বহুল ব্যবহারে, এই বন্দুকটির ওপর কারও সহজে নজর পড়বে না। আর এই সুবিধাটাই কাজে লাগাতে পারে জঙ্গিরা। সম্প্রতি ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর হানায় রক্তাক্ত হয়েছে ইউরোপ। সেই ভয় আরও বাড়িয়ে দিল এটা।

সর্বশেষ খবর