মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আগামী বছর এলিয়েনদের বার্তা পাঠাবে বিজ্ঞানীরা!

ইনফোডেস্ক

আগামী বছর এলিয়েনদের  বার্তা পাঠাবে বিজ্ঞানীরা!

২০১৮ সাল থেকে ‘মেটি’ বা ‘মেসেজিং এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স’ প্রজেক্টের অধীনে সম্পূর্ণ নতুন এক উদ্যোগ নিতে যাচ্ছে বিজ্ঞানীরা। মহাশূন্যে সংকেত পাঠানো হবে এই প্রজেক্টের মাধ্যমে। এলিয়েনদের সঙ্গে যোগাযোগের জন্য বড় এ প্রজেক্টটি শুরু হচ্ছে। তবে শঙ্কা রয়েছে যে, এলিয়েনরা মানবজাতির ধ্বংসের কারণ হতে পারে কী? এমন প্রশ্নের জবাবে বহুকাল ধরেই বিজ্ঞানীরা বলে আসছেন, এসব সংকেত মানবজাতির জন্য ক্ষতিকর হতে পারে। কোনো ধ্বংসাত্মক এলিয়েনরা সংকেত পেলে তা বিপর্যয় ডেকে আনতে পারে। বিশেষ করে বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং বার বার অশনি সংকেত দিয়েছেন। এ ব্যাপারে পদার্থবিদ স্টিফেন হকিং বলেছেন, আমরা যে এলিয়েন জাতির সঙ্গেই যোগাযোগ করি না কেন, তাদের কাছে আমাদের সভ্যতা ও বিজ্ঞান একটি ব্যাকটেরিয়ার চেয়ে বেশি কিছু হবে না। আর এরই ধারাবাহিকতায় আমাদের মৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে। এখন বিজ্ঞানীদের এই বার্তা মহাকাশে কোথায় কীভাবে পাঠানো হবে তা এখনো ঠিক করা হয়নি।

সর্বশেষ খবর