মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আইটি বিশ্ব

ইনফোডেস্ক

ভারতের ব্যাঙ্গালুরু কর অধিদফতর স্যালেটাইট  ইসরোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। সম্প্রতি এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে নিমিষেই কর খেলাপিদের খুঁজে  বের করা সম্ভব হবে। এমনকি চাইলে যে কোনো সময় নিজের সম্পত্তির করের খতিয়ান দেখে নেওয়া যেতে পারে। প্রথমে কর অধিদফতরের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেখানে সিটিজেন্স সার্ভিস ট্যাবের মধ্যে জিও স্প্যাটিয়াল এনেবেল্ড প্রপার্টি ট্যাক্স ইনফরমেশনে গিয়ে এটা দেখা যাবে। তার আগে জেপটিস এ নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে। এতে কর বকেয়া রয়েছে কিনা জানা যাবে। এ ছাড়াও ব্যাঙ্গালুরু কর অধিদফতর আরও দুটি সেবা অনলাইনে চালু করছে। প্রথমটি রাস্তা করার অনুমতি এবং দ্বিতীয়টি দাহ করার জন্য শ্মশানে আবেদন করা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর