মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অর্ডারের জিনিস বাড়ি পৌঁছে দেবে রোবট!

ইনফোটেক ডেস্ক

অর্ডারের জিনিস বাড়ি পৌঁছে দেবে রোবট!

সম্প্রতি স্টারশিপ টেকনোলজিস নামে একটি মার্কিন সংস্থার তৈরিকৃত রোবটই অর্ডার করা পিত্জা, ডিম, দুধ বাড়ি বাড়ি পৌঁছে দেবে! মাত্র এক ডলারের বিনিময়ে বাড়িতেই প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেবে ছয় চাকার যন্ত্র মানবটি। মূলত তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই কাজটি করতে পারবে সেটি। 

গ্রাহকদের বাড়ির কাছে গিয়ে একটি অ্যাপের মাধ্যমে জিনিস পৌঁছে যাওয়ার কথা জানাবে। আহতি হেইনলা এবং জানুস ফ্রিস নামে দুই ব্যক্তি এই রোবটটি তৈরি করেছেন। গত কয়েক দিন ধরে ইউরোপের বিভিন্ন শহরে রোবটটিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সংস্থার মুখপাত্র হ্যারিস বুরল্যান্ড বলেন, ‘সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে এ সমস্যাটি মেটাতেই হবে। এর ফলে রাস্তায় গাড়ি এবং ভ্যানের সংখ্যা কমবে। এছাড়া আমরা বৃদ্ধা এবং প্রতিবন্ধীদেরও তাদের প্রয়োজনে জিনিস পাঠাতে পারব। ড্রোনের সাহায্যে একই কাজ করা খুবই খরচসাপেক্ষ, তাই এই রোবটের মাধ্যমেই ডেলিভারি করার কাজটি করতে চায় সংস্থাটি। এই প্রসঙ্গে বারল্যান্ড বলেন, ‘এই কাজে আমাদের প্রাথমিক পছন্দ এই রোবটগুলো। ড্রোনের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। তবে রোবটগুলো তৈরিতে ড্রোনের তুলনায় খরচ কম হবে। অবশ্য গ্রামে এই কাজটি করার ব্যাপারে ড্রোনের ব্যবহারই সবচেয়ে উপযোগী। তিনি আরও জানান, রোবটটির বহন ক্ষমতা ২০ পাউন্ড বা ৯ কিলোগ্রাম। যেহেতু ৩০ মিনিটের মধ্যে জিনিস পৌঁছে দিচ্ছে, তাই একদম দরজার কাছে সেটি যাবে না। অ্যাপে নোটিফিকেশন গেলেই বুঝতে হবে অর্ডার চলে এসেছে।

সর্বশেষ খবর