মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

টুকিটাকি

ইনফোটেক ডেস্ক

আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে দেশসেরা স্কুল শিক্ষকদের ভিডিও টিপস ও টিউটোরিয়াল নিয়ে যাত্রা শুরু করেছে শিক্ষা বিষয়ক পোর্টাল মাইটিউটরবিডি.কম (MyTutorBD.Com)। শিক্ষার্থী ও নামকরা শিক্ষকদের মধ্যে শিক্ষা বিষয়ক যোগাযোগ তৈরিতে এই পোর্টাল কাজ করবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মাইটিউটরবিডির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এই ডিজিটাল শিক্ষা কার্যক্রম। মোবাইল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে  বিষয়ভিত্তিক টিউটোরিয়াল দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। অনলাইনে ও মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে সাবস্ক্রাইব করে ওই টিউটোরিয়াল দেখা যাবে। সাবস্ক্রিপশন করতে এসএমএস অপশনে গিয়ে START EDUWAP লিখে ৫৬৭১ তে পাঠিয়ে দিলে সব টিপস-টিউটোরিয়াল পাওয়া যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর