মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
টু কি টা কি

টেলিভিশনও দখল করবে ফেসবুক!

শিগগিরই টেলিভিশনের জায়গা দখল করতে যাচ্ছে ফেসবুক। জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি অ্যাপল টিভির মতো একটি ভিডিও অ্যাপ তৈরি করছে। এ ভিডিও অ্যাপটি টেলিভিশনের মতোই মানসম্পন্ন হবে বলে জানা গেছে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। গত বছর থেকেই ফেসবুক লাইভ ভিডিও ফিচারটি সংযুক্ত করেছে। এটিকে দীর্ঘস্থায়ীভাবে দখলের জন্য কোম্পানিটি এ নতুন অ্যাপ চালু করতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়, অ্যাপটির লক্ষ্য দীর্ঘস্থায়ী এবং এর মাধ্যমে অবশ্যই বিজ্ঞাপন রাজস্ব বৃদ্ধি পাবে। পাশাপাশি এটি বিজ্ঞাপনের একটি নতুন প্লাটফর্ম হবে এই অ্যাপ। এছাড়া কোম্পানিকে নতুন বিজ্ঞাপনের বাজারে প্রবেশ করতে সাহায্য করবে অ্যাপটি।  টিভির অ্যাপটি কবে চালু হতে যাচ্ছে তা পরিষ্কার নয়। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে গত গ্রীষ্মে যখন ফেসবুক নতুন ভিডিও যুক্ত করে তখন থেকেই এ অ্যাপের কাজ শুরু হয়।

—ইনফোটেক ডেস্ক

সর্বশেষ খবর