সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
টু কি টা কি

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ইনফো ডেস্ক

প্রতিবারই কোনো না কোনো  চমক এনে ব্যবহারকারীদের একঘেয়েমি দূর করে দেয় হোয়াটসঅ্যাপ। তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচারের জন্য ইউজাররা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। অবশেষে অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজের স্মার্টফোনে এসে গেল সেই ফিচার। ফিচারটির নাম টু স্টেপ ভেরিফিকেশন।  কী এই টু স্টেপ ভেরিফিকেশন? এই ফিচারের মাধ্যমে এবার থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডাবল নিরাপদে থাকবে। এখন আপনার  মোবাইলে হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রার করার সময় একটি ছয় অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে। তখনই আপনার কাছে চাওয়া হবে একটি ইমেল আইডি। পরবর্তীকালে আপনি সেই ছয় অক্ষরের পাসকোড ভুলে গেলেও সমস্যায় পড়তে হবে না। রেজিস্টার করা ইমেল আইডি দিয়েই ফিরে পাওয়া যাবে হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট।

সর্বশেষ খবর