সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
টুকিটাকি

ফেসবুকে ঝড় তুলেছে সিডের বেগুনি ঘুঘু

বিশ্বজুড়ে নতুন উন্মাদনা ট্র্যাশ ডাভ। অবশ্য এই নামে অনেকেই চিনবেন না। ফেসবুকের ওয়ালে ওয়ালে মাথা ঝাঁকানো বেগুনি পাখি বললে ছবিটা পরিষ্কার হবে সবার কাছে। ইন্টারনেটের বাজারে আসার কয়েক দিনের মধ্যেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই বেগুনি পাখি।  জানা যায়, ট্র্যাশ ডাভ নামে স্টিকার— পাখিটির জন্ম এক উঠতি ডিজাইনার সিড ওয়েলারের হাতে। থাইল্যান্ডের এই তরুণী কার্টুন আঁকার পাশাপাশি অ্যাপ্লের জন্য স্টিকার এবং ইমোজি বানানোর কাজও করেন। কয়েক মাস আগে অবসর সময়ে একটি পুকুরের সামনে বসে ছিলেন তিনি। সেই সময়ই তার চোখে পড়ে, কয়েকটি ঘুঘুপাখি পুকুরের ধারে বসে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। খাওয়ার সময় পাখিগুলোর মাথা নাড়ানো দেখে সিডের এদের নিয়ে যদি একটা স্টিকার বানানোর খেয়াল হয়। এভাবেই তৈরি হয় ট্র্যাশ বার্ড স্টিকার।

শুধু মাথা ঝাঁকানো নয়, আরও অনেক রকমের ভঙ্গিতে দেখা যাচ্ছে এই পাখিকে।

সর্বশেষ খবর