Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

ঢাকা, শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
প্রকাশ : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা আপলোড : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৪৭
টুকিটাকি
ইনফোটেক ডেস্ক

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা ব্রায়ান্না অলিভাস নামে এক তরুণীর আইফোন ৭ প্লাস বিস্ফোরণের পর নড়েচড়ে বসেছে টেক জায়ান্ট অ্যাপল। শুরু করতে যাচ্ছে তদন্ত।

অলিভাস তার আইফোনটি পাশে নিয়ে ঘুমাচ্ছিলেন, আর এ সময় তার বন্ধু ফোন থেকে ধোঁয়া বের হতে দেখে। পরে ফোনটি সরিয়ে ফেলে এবং আগুন লাগার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। আর সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় ভার্চ্যুয়াল জগতে।

অলিভাস বিবিসিকে জানিয়েছেন, আইফোনটি তিনি এই জানুয়ারিতে কিনেছিলেন। বিস্ফোরণের আগের দিন ফোনটির সমস্যা প্রথম খেয়াল করেন তিনি। ফোনটি ‘অন’ না হওয়ায় স্টোরে নিয়ে যান অলিভাস এবং তারা ফোনটি অন করে দেয় আর কোনো সমস্যা নেই বলেও জানায় তাকে। তবে, ফোনটি থেকে এক ধরনের আওয়াজ শোনা গেছে।

এই পাতার আরো খবর
up-arrow