সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইনফো তথ্য

ইনফোটেক ডেস্ক

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্ব সবকিছুই নিয়ে এসেছে মানুষের হাতের মুঠোয়। আর এই প্রযুক্তি জগেক আরও একধাপ এগিয়ে দিলেন অস্ট্রেলিয়ার নিক অস্টিন। সম্প্রতি ‘ডিবিং আপ’ নামে এক মোবাইল অ্যাপ আবিষ্কার করেছেন তিনি। যা ব্যবহার করে খুঁজে নেওয়া যাবে পার্কিং স্পেস। এ ব্যাপারে উদ্যোক্তা অস্টিন বলেন, ‘পার্কিংয়ের ভোগান্তি আমাকে ব্যাপক পীড়া দিয়েছে। সেই কারণে আমি অ্যাপটির নাম দিয়েছি ডিবিং আপ, যেটার অর্থ ভাগাভাগি। তার মানে আপনার কষ্ট ভাগ করে নিচ্ছি।’  তিনি আরও জানান, এই অ্যাপসের মাধ্যমে আপনি যে এলাকায় আপনার গাড়ি পার্ক করতে চান সেই এলাকায় অনুসন্ধান করুন। যদি পছন্দনীয় স্পেস খুঁজে পান তবে তাত্ক্ষণিক সেটা বুকিং দিতে পারবেন। এ প্রযুক্তি আবিষ্কার করে ব্যবসায় বেশ সফলতা পেয়েছেন অস্টিন। তবে এক্ষেত্রে চালকদের বিশ্বস্ততা অর্জন করতে প্রযুক্তি আরও সহজসাধ্য করার কোনো বিকল্প নেই মনে করেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর