বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আপেল থেকেই মোবাইল চার্জ!

ইনফোটেক ডেস্ক

আপেল থেকেই মোবাইল চার্জ!

মোবাইল চার্জিং সম্পর্কিত একটি ভিডিও এ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। এ ভিডিওতে মোবাইল চার্জিংয়ের এক অতি অভিনব পদ্ধতি দেখানো হয়েছে। ‘ফ্রুটেটেড জার্মানি’ নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা এ ভিডিওতে দেখানো হয়েছে যে, একটি আপেলের সাহায্যে কীভাবে মোবাইল ফোন চার্জ করা সম্ভব।  ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী, আপেলের সাহায্যে মোবাইল চার্জ করার জন্য লাগবে মাত্র দুইটি জিনিস। একটি সাধারণ ইউএসবি ডেটা কেবল এবং একটি আপেল। ডেটা কেবলের মোটা অংশটি প্রথমে গুঁজে দিতে হবে আপেলের মধ্যে। তারপর মোবাইলে লাগানোর অংশটি ফোনের পোর্টে কানেক্ট করলেই ফোন চার্জ হতে থাকবে বলে দাবি করা হচ্ছে ভিডিওতে। ভিডিওতে এ দাবির প্রমাণও দেওয়া হয়েছে। যদিও ভিডিওর নিচে কমেন্ট অংশে অবশ্য বয়ে গেছে গালমন্দ এবং বিদ্রূপের বন্যা। সবারই বক্তব্য কমবেশি একই রকমের। প্রায় সবাই বলছেন, তারা এ পদ্ধতিতে মোবাইল চার্জিংয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু আদতে কিছুই হয়নি। তাদের ক্ষেত্রে আপেল থেকে মোবাইল চার্জিং সম্ভব হয়নি। ভিডিওটিতে অবশ্য লাইক এর সংখ্যাও ইতিমধ্যে আঠার হাজার ছাড়িয়ে গেছে। তবে আপেল থেকে মোবাইল চার্জিং যে নিতান্ত অসম্ভব নয় তা কিন্তু ইতিপূর্বেই প্রমাণিত। ২০১৪ সালে ‘দা টেলিগ্রাফ’ দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয় প্রযুক্তিবিদ কালেব চারল্যান্ডের একটি অভিনব পরীক্ষার কথা, যেখানে কালেব আপেল এবং আলু থেকে মোবাইল চার্জ করে দেখিয়ে দিয়েছিলেন। কালেব পর পর আলু এবং আপেল সাজিয়ে ফলগুলোর মাঝখানে একটি করে গ্যালভানাইজড ধাতব পেরেক গুঁজে দেন। তারপর ফলের মধ্যকার পেরেকগুলোকে সংযুক্ত করেন তামার তার দিয়ে। তারপর সেই সংযুক্ত তামার তারের সঙ্গে মোবাইলের চার্জিং পোর্টকে সংযুক্ত করামাত্রই মোবাইল চার্জ শুরু হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর