বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাংলায় গুগল নলেজ গ্রাফ

ইনফো ডেস্ক

বাংলায় গুগল নলেজ গ্রাফ

বাংলা ব্যবহারকারীদের জন্য গুগল নলেজ গ্রাফ আসছে বাংলা ভাষায়। যদি কেউ নির্দিষ্ট প্রসঙ্গে অনুসন্ধান করেন, তখন তার আগ্রহের সঙ্গে সঙ্গতি রেখে এ প্রসঙ্গে মূল বিষয়গুলোই কেবল আসবে, বাড়তি অপ্রাসঙ্গিক কোনো তথ্য আসবে না।  নলেজ গ্রাফ সেসব বিষয়, মানুষ এবং স্থান অনুসন্ধান বা সার্চ করতে সহায়তা করে, যা গুগল বুঝতে পারে। যেমন- বিশিষ্ট জায়গা, বিখ্যাত ব্যক্তি, শহর, ক্রীড়া দল, ভবনসমূহ, ভৌগোলিক বৈশিষ্ট্য, চলচ্চিত্র, মহাজাগতিক বস্তু, শিল্পকর্ম এবং আরও অনেক কিছু। এটি ফ্রিবেজ, উইকিপিডিয়া এবং সিআইএ ফ্যাক্টবুকের মতো পাবলিক সোর্সের মূলে নয়, কারণ গুগল সব সময় ব্যাপক প্রসার ও গভীরতাকে কেন্দ্র করে কাজ করে থাকে। বর্তমানে নলেজ গ্রাফ ৪১টি ভাষায় কাজ করছে। এর মাধ্যমে বিশ্বের এত বিলিয়নের বেশি বিষয় কীভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত সেটা সন্ধান করে ৭০ বিলিয়নের বেশি তথ্য জমা করছে। তাড়াহুড়োর কারণে প্রায়ই অনুসন্ধানের বিষয়ের বানানে ভুল হতে পারে। বানান ভুল করা সত্ত্বেও যেন আপনি আপনার উত্তর খুঁজে পান, এজন্য গুগল বাংলা অনুসন্ধানের বিষয়েও রেখেছে বানান শুদ্ধকরণ। তাই তথ্য খোঁজার সময় বানানে ভুল হলেও আমরা আপনাকে সহযোগিতা করতে পারব এবং প্রাসঙ্গিক বিষয় সামনে তুলে ধরতে পারব। ধীরে ধীরে বিশ্বজুড়ে বাঙালিদের মধ্যে গুগল নলেজ গ্রাফ ছড়িয়ে দিচ্ছে। গুগল কর্তৃপক্ষের আশা, বানান শুদ্ধকরণের সঙ্গে এই আপডেট, বিশ্বের লাখ লাখ বাংলা ভাষা ব্যবহারকারীদের অনলাইন অনুসন্ধান বা সার্চের অভিজ্ঞতাকে আরও সুন্দর ও অসাধারণ করে তুলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর