সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

বন্ধ হয়ে গেল অকুলাসের ভিআর মুভি স্টুডিও

ইনফোটেক ডেস্ক

বন্ধ হয়ে গেল অকুলাসের ভিআর মুভি স্টুডিও

ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের জন্য ভিডিও কনটেন্ট তৈরির প্রতিষ্ঠান অকুলাসকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। পাশাপাশি এখন থেকে অকুলাস নিজের জন্য কনটেন্ট তৈরি করবে না। ভিআর মুভির জন্য বেশ জনপ্রিয় অকুলাসের এ স্টোরি স্টুডিও। বেশ কিছু পুরস্কারও পেয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে হেনরি জাস্ট অউন অ্যান এমি অন্যতম। প্রতিষ্ঠানটি নন-গেম কন্টেন্টের জন্য ৫০ মিলিয়ন ডলার তহবিল গঠন করেছে।  এ ব্যাপারে অকুলাসের ভাইস প্রেসিডেন্ট জ্যাসন রবিন বলেন, ‘স্টুডিওর বন্ধ হওয়ার অর্থ এই নয় যে এটি আর ভিআরের জন্য মুভি বানাবে না, আমরা এখনো ভিআর ফিল্ম এবং সৃজনশীল কন্টেন্ট বাস্তুতন্ত্রের ক্রমবর্ধমান বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’ এসময় তিনি আরও বলেন, অকুলাস গেম নির্মাতা, ডেভেলপার এবং মুভি নির্মাতাদের ভিআর কনটেন্ট তৈরির জন্য মোট ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করবে। এ স্টুডিওর কর্মীরা চাইলে ফেসবুকে অন্য কাজ করতে পারে বা অন্য কোথাও কাজ খুঁজে নিতে পারবেন বলেও জানান রুবিন।

সর্বশেষ খবর