সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

ইনফো তথ্য

ইনফোটেক ডেস্ক

ইনফো তথ্য

ইনফো দুনিয়া ও মিডিয়ায় ক্যারিয়ার গড়ার লক্ষ্যে সংবাদ উপস্থাপনা, রিপোর্টিং, ক্যামেরা পরিচালনা ও ভিডিও এডিটিং  কোর্স শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম), ঢাকা। ফোন: ০১৭১৫৮২২৭৭৮। বাস্তবমুখী এসব প্রশিক্ষণ নিয়ে এগিয়ে থাকা যায় যে কোনো ইনফো দুনিয়ায়।

 

অ্যামাজন ইকোতে ব্লকের সুবিধা

ইকোতে ভয়েস কলিং ফিচার যুক্ত করার সময় প্রাইভেসির কোনো অপশন নিয়ে না আসায় ব্যহবহারকারীদের সমালোচনার মুখে পড়ে ই-কমার্স

 জায়ান্ট অ্যামাজন। আর সেই সমস্যা সমাধানেই সম্প্রতি আইওএস এর জন্য অ্যালেক্সা অ্যাপকে হালনাগাদ করা হয়েছে। জানা গেছে, নতুন এ হালনাগাদে অ্যামাজন ইকোতে আসা কল এবং মেসেজ ব্লক করার ফিচার যুক্ত করা হয়েছে। কন্টাক্ট তালিকা থেকে যে নাম্বার ব্লক করতে চান, তা নির্বাচন করে ‘ব্লক কনটেন্ট’ ট্যাপ করতে হবে। তবে আলেক্সার অ্যান্ড্রয়েড সংস্করণে এ হালনাগাদ এখনো না আসলেও খুব শিগগিরই এ সুবিধা যুক্ত করা হবে বলে।

 

৪৪৮ কোটি ডলারে বিক্রি হলো ইয়াহু

৪৪৮ কোটি ডলারে ইয়াহুকে কিনে নিয়েছে আমেরিকার নিউ জার্সিভিত্তিক টেলিকম কোম্পানি ভেরাইজন। বিক্রি হয়ে যাওয়ায় চুক্তি অনুযায়ী ২০১২ থেকে দায়িত্বে থাকা ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মায়ার পদত্যাগ করবেন। গত বছরে ইয়াহুকে কিনে নেওয়ার বিষয়ে চুক্তি করে ভেরাইজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর