সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

গ্রুপ সেলফির ক্রেজ

ইনফোটেক ডেস্ক

গ্রুপ সেলফির ক্রেজ

গত কয়েক বছর ধরে সেলফি ক্রেজে ভুগছে স্মার্টফোন ব্যবহারকারীরা। শুধু স্মার্টফোন ব্যবহারকারী বললে ভুল হবে। মোটামুটি সেলফি তোলা যায় যে কোনো ফোন হলেই সেলফি তোলায় মেতে উঠছে সবাই। সেলফিকে টেক্কা দিয়ে গ্রুপ সেলফিও এগিয়ে চলেছে সমানতালে। বিশেষ করে টিন-এজ তরুণ-তরুণীরা একসঙ্গে বা দলবদ্ধ হলেই মেতে উঠছে গ্রুপ সেলফি তোলায়। এ বিষয়কে মাথায় রেখে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানরাও নিত্যনতুন প্রযুক্তির আবির্ভাব ঘটাচ্ছে। এ ধারাবাহিকতা বা ক্রেজের মিছিলে যোগ দিয়েছে স্মার্টফোন কোম্পানি অপো। সম্প্রতি তারা নতুন একটি ভার্সন-ব্ল্যাক লুক নিয়ে এসেছে। মূলত এ ফোনটি নিয়ে আসা হয়েছে গ্রুপ সেলফি এবং মধ্যম মানের ফোনের ক্রেতাদের জন্য। অপো এফ৩ ব্ল্যাক ভার্সনে একসঙ্গে ১০০ জন পর্যন্ত সেলফি তোলা যাবে এতে। গ্রুপ সেলফি তোলার বিশাল সুযোগ রয়েছে এতে। এই ফোনটিতে আছে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা, সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং গ্রুপ সেলফির জন্য থাকছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফলে ভালো মানের গ্রুপ সেলফি তুলতে সক্ষম এ ফোনটি। ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেলফি এক্সপার্ট ব্র্যান্ডের মধ্যে অপো এফ৩ প্লাস-এর পরেই আছে সম্প্রতি বাজারে আসা অপো এফ৩ গোল্ড। ডুয়েল সেলফি ক্যামেরার পাশাপাশি, অপো এফ৩ তে রয়েছে ১/৩-ইঞ্চি সেন্সর এবং পিডিএএফ প্রযুক্তি সংবলিত ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।  রয়েছে একটি অক্টা-কোর প্রসেসর, কালার ওএস ৩.০ এর সাথে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর