রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
আইটি বিশ্ব

স্যাটেলাইটে আয় ৪৫ কোটি ভারতের!

ইনফোটেক ডেস্ক

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভারত তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিদেশের স্যাটেলাইট ভারত নিজেদের রকেটের মাধ্যমে মহাকাশে পাঠিয়ে কোটি কোটি রুপি রোজগার করছে। ভারতের ইসরোর বাণিজ্যিক বিভাগ ‘আন্ত্রিক্স’ গত জুনে ২৯টি ন্যানো স্যাটেলাইট লঞ্চ করে মোট ৪৫.২৪ কোটি টাকা উপার্জন করেছে। ২৩ জুন ১৪টি দেশের স্যাটেলাইট লঞ্চ করে এই সংস্থা। চার বছরে মোট ১ হাজার ১৬৪ কোটি রুপি উপার্জন করে ইসরো। চলতি বছর ছ’মাসেই ১৩০টি স্যাটেলাইট লঞ্চ করেছে ভারত। ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার জানিয়েছেন, কয়েক বছরের মধ্যে ইসরো বছরে দুটি পূর্ণাঙ্গ লঞ্চ ভেইকল তৈরি করবে ইসরো। বর্তমানে আন্ত্রিক্স মূল রকেটে বিদেশি ছোট স্যাটেলাইটের জায়গা দেয়।

সর্বশেষ খবর