রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পাসওয়ার্ড নিরাপত্তায় করণীয়

ইনফোটেক ডেস্ক

পাসওয়ার্ড নিরাপত্তায় করণীয়

প্রযুক্তি বিদ্যার কল্যাণে দিন দিন এগিয়ে যাচ্ছে বিশ্ব। মানুষ হয়ে উঠছে যন্ত্র নির্ভর।

আর সেই বিস্ময়ের মাত্রাকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে ইন্টারনেট তথা সাইবার দুনিয়া। তবে সে ক্ষেত্রে বেশকিছু সমস্যাও দেখা দিয়েছে। হ্যাকিংয়ের মাধ্যমে কম্পিউটারের তথ্য থেকে শুরু করে ফেসবুকের অ্যাকাউন্ট, ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, ই-মেইল ইত্যাদি অনেক কিছুই চলে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছে। অবশ্য এ অঘটনও প্রতিরোধ সম্ভব যদি আপনি এর পাসওয়ার্ড সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকেন। 

তবে আর দেরি না করে চলুন জেনে নেই সাইবার দুনিয়া নিরাপদ রাখতে পাসওয়ার্ড সংক্রান্ত কিছু টিপস সম্পর্কে।

১. শক্ত পাসওয়ার্ড তৈরি করুন।

শক্ত পাসওয়ার্ড বলতে আপনার পাসওয়ার্ড ১০ থেকে ১৫ ক্যারেক্টারের হওয়া উচিত। এবং সেখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার যেমন, ট ৳ বা * রাখা দরকার। এবং সেটা আগের কোনো পাসওয়ার্ডের মতো হওয়া যাবে না।

২. কয়েক স্তরের নিরাপত্তা ব্যবহার করুন।

আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য দুই স্তর বা তার চেয়ে বেশি স্তরের অথেন্টিকেশন ব্যবহার করুন। কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে আপনার ফোন নম্বর বা কয়েক স্তরের পদক্ষেপ যেন নিতে হয় সে দিকে খেয়াল রাখতে হবে। ৩. প্রতিটি ওয়েবসাইট বা অ্যাপে অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন।

অনেকে একই পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্টে। ফেসবুক, মেইল, ইয়াহু বা বিভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করার মতো বোকামি করে অনেকে। কিন্তু এটা অনেক বড় নিরাপত্তা ঝুঁকি। কোনো মতে একটা পাসওয়ার্ড ফাঁস হয়ে গেলে আপনার সব অ্যাকাউন্ট কিন্তু ঝুঁকিতে পড়ে গেল। ৪. কোনো জায়গায় আপনার পাসওয়ার্ড প্রবেশ করছেন সতর্ক থাকুন। কোনো সাইট বা অ্যাপে প্রবেশ করার সময় বা পাবলিক কিউস্ক বা চার্জিং স্টেশনগুলোতে পাসওয়ার্ড প্রবেশ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পাবলিক ওয়াইফাই, এয়ারপোর্ট, প্রিয় কফি শপ, হোটেল কক্ষ বা আপনার কলেজ ক্লাসরুমের কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহারে বিরত থাকতে হবে। আর সেসব পাবলিক জায়গাগুলো থেকে কখনোই আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন না। ব্যক্তিগত স্মার্টফোন বা কম্পিউটার থেকেই সেটা করতে হবে। ৫. এছাড়া যুক্ত অ্যাকাউন্ট এড়িয়ে চলুন। মূলত, যুক্ত অ্যাকাউন্ট বিষয়টি কী? ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি ইচ্ছে করলে অন্যান্য সাইটেরও অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু এটা না করে সেই ওয়েবসাইটে গিয়ে নতুন করে অ্যাকাউন্ট খোলাই ভালো। যুক্ত অ্যাকাউন্ট অনেক আরামদায়ক। কিন্তু এ আরামদায়ক

ব্যবস্থার অনেক ঝুঁকি আছে!

৬. আপনার অ্যাকাউন্টে আক্রমণ করার চেষ্টা হলে নোট রাখুন। যদি খবর পান আপনার ব্যবহূত ওয়েবসাইট বা অ্যাপে কোনো আক্রমণ হয়েছে তাহলে সেটা সতর্কতার সঙ্গে আমলে নিতে হবে। অন্য কেউও যদি আক্রান্ত হয় তাহলেও নজর দেবেন। আর দ্রুত পাসওয়ার্ড পাল্টে ফেলাও জরুরি হতে পারে।

৭. সহজে অনলাইনে পাওয়া এমন তথ্য দিয়ে পাসওয়ার্ড করা উচিত নয়। ধরেন আপনার পোষা বিড়ালটাকে খুব পছন্দ করেন। তার নাম রাখলেন সুইটি। এখন সেটা দিয়ে যদি পাসওয়ার্ড রাখেন তাহলে অন্যরা কিন্তু ধরে ফেলতে পারেন। আপনি হ্যারি পটার ফ্যান তাই বলে হ্যারি পটার পাসওয়ার্ডে নিয়ে আসবেন না। মনে রাখতে হবে, ফেসবুকের পাতাভর্তি বন্ধুদের নানা পোস্ট হয়তো আপনাকে খুশি করছে বা লাইক দিতে বাধ্য করছে। কিন্তু এ পোস্টগুলোর মধ্যে অনেকগুলো দুর্বৃত্তদের নকশা করা ম্যালওয়ারও হতে পারে। এসব স্প্যাম  ফেসবুক থেকে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে বা বেকায়দায় ফেলার মতো অবস্থা তৈরি করতে পারে। এসব বিষয়ে যথেষ্ট সচেতন হতে হবে। এড়িয়ে চলতে হবে চটকদার পোস্ট।

সর্বশেষ খবর