সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইনফো কর্নার

ইনফোটেক ডেস্ক

ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ট্রেনিং প্রোগ্রাম (এনআইটিটিপ) মোট ৯৫০ জনকে আইটি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। শুধু ঢাকা বিভাগে এই প্রশিক্ষণ দেওয়া হবে। তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে রাজধানীর গ্রীন রোডের এনআইইটির শাখা অফিসে, ফোন : ০১৯৫৫৫২৯৭০০।

আবেদন ফরম পাওয়া যাবে ওয়েবসাইটে। অনলাইনেও আবেদন পূরণ ও সাবমিট করা যাবে। এ ছাড়া আবেদন ফরম সংগ্রহ করা যাবে এনইআইটি অফিস থেকেও। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় কম্পিউটার বেসিক বিষয়ে প্রশ্ন করা হবে। মৌখিক পরীক্ষায় প্রার্থীর কম্পিউটার বিষয়ে প্রাথমিক ধারণাসহ অন্যান্য দিক এবং ব্যবহারিক পরীক্ষায় কম্পিউটার চালনায় অভিজ্ঞতা কতটুকু আছে, তা দেখে প্রার্থী বাছাই করা হবে। এ ছাড়া প্রার্থী বাছাইয়ের সময় শিক্ষাগত যোগ্যতা, সাধারণ জ্ঞানের পরিধি ইত্যাদি বিষয় বিবেচনায় নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর