সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
তথ্য বিচিত্রা

গোপন কথা লিখবে কলমরূপী রোবট!

ইনফোটেক ডেস্ক

যা মনে মনে চাইছেন তা সহজেই আপনার মন বুঝে এই পেন লিখে ফেলবে। শুধুমাত্র, হাতে ধরিয়ে দিলেই হবে তারপর বাদবাকি কাজ এই কলম করে দেবে। নির্দেশ মেনে নিজেই সব লিখে ফেলবে। এমনকি কম্পিউটারে সেভ করা কোনো অ্যাপ্লিকেশনের ফাইলের প্রিন্ট-আউট নিতে চান, তবে ‘অ্যাক্সি ড্র’ অর্থাৎ এই পেনে সেভ করে দিন। ‘অ্যাক্সি ড্র’ তার সঙ্গে জুড়ে থাকা গ্রিপে একটি কলম দিয়ে  অ্যাপ্লিকেশন ফাইলটাকে হাতের লেখার মতো প্রিন্ট করে দেবে। কি এই ‘অ্যাক্সি ড্র’? আসলে এটি একটি রোবোটিক প্রিন্টার। এই প্রিন্টার হাতের লেখার মতো প্রিন্ট করে। এর প্রিন্টারে খালি জুড়ে দিন যে কোনো ধরনের একটি ফাউন্টেন কলম। যে কোনো ধরনের হাতের লেখা থেকে সই বা ডায়াগ্রাম, সব নিমেষে এঁকে দেবে এই ‘অ্যাক্সি ড্র’।

সর্বশেষ খবর