বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রহস্য কাটেনি সেই ‘ভিনগ্রহী যানের’

ইনফোটেক ডেস্ক

রহস্য কাটেনি সেই ‘ভিনগ্রহী যানের’

চাঁদের মাটিতে মানুষের প্রথম পা রাখার ৪৯ বছর কেটে গেছে। কিন্তু এখনো সমাধান হয়নি একটি রহস্যের। নিল আর্মস্ট্রংয়ের পর দ্বিতীয় মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রেখে ছিলেন এডুইন অলড্রিন। পা রাখার পরই এডুইন অলড্রিন দাবি করেছিলেন অ্যাপোলো ১১ যানে চাঁদের দিকে যাওয়ার সময় তারা একটি রহস্যময় উড়ন্ত বস্তুকে দেখেছিলেন—যা ভিনগ্রহীদের মহাকাশযান বলেই তাদের বিশ্বাস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ওহাইওতে অবস্থিত ‘দ্য ইনস্টিটিউট অব বায়ো অ্যাকোয়াস্টিক বায়োলজি’ অলড্রিন ও তার সঙ্গীদের ‘ভয়েস প্যাটার্ন’ পরীক্ষা করে দেখেছেন তারা মোটেই মিথ্যা বলছেন না—যা বলছেন সেটা তারা বিশ্বাস করেই বলছেন। নিশ্চিতভাবেই এ ঘটনা ফ্লাইং সসার বা ভিনগ্রহীদের যান দেখার দাবিকে আরও জোরালো করে তুলবে।

সর্বশেষ খবর