সোমবার, ১১ জুন, ২০১৮ ০০:০০ টা

ঈদ আনন্দে প্রযুক্তির ছোঁয়া

মানুষের এই আনন্দ ভাগাভাগিতেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। তাই ঈদে প্রিয়জনকে খুশি করতে নিত্যনতুন আপডেট গেজেটস কিনছেন ক্রেতারা। এ কারণে ব্যবসায়ীরাও নানা ডিজিটাল পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ঈদকে সামনে রেখে

শামছুল হক রাসেল

ঈদ আনন্দে প্রযুক্তির ছোঁয়া

ছবি : জয়ীতা রায়

ঈদুল ফিতর সমাগত। আর ঈদ মানেই আনন্দ। সব জায়গায় উৎসবের ছোঁয়া। এ সময়টাতে সবাই চায় পরিবারের জন্য নতুন পোশাক কিনতে। কিছু না কিছু গিফট দিতে। হোক সেটা ছোট কিংবা বড় অথবা যে কোনো মূল্যের। এখানে গিফট দেওয়াটাই আসল। কি দিলাম সেটা বড় কথা নয়। একটা সময় এ গিফটের তালিকায় প্রচলন ছিল শুধু পোশাক-পরিচ্ছদ ও আনুষঙ্গিক জিনিসপত্র। মূলত নতুন পোশাককে ঘিরেই আন্দোলিত হতো ঈদের এ আনন্দ। এমনও দেখা যেত, ঈদের পোশাকটি ঈদের আগে অন্য কাউকে আর দেখানো হতো না। লুকিয়ে রাখা হতো, যেন নতুনত্ব ও সারপ্রাইজটি নিজের কাছেই থাকে। সময়ের স্রোতে এ বিষয়টি আমাদের জীবনে এখন আর খুব একটা দেখা যায় না। তবে ঈদের গিফটের ক্ষেত্রে কিছুটা বৈচিত্র্য ও পরিমার্জিত হয়েছে এখন। বর্তমানে এ তালিকায় অনেক এগিয়ে গেছে বিভিন্ন ইলেক্ট্রনিক গেজেট। অর্থাৎ হোক সেটা মোবাইল ফোন, স্মার্ট ব্র্যান্ড, ল্যাপটপ, ট্যাব, মিউজিক প্লেয়ার, কিংবা ব্লুটুথ। এক কথায় মানুষের এই আনন্দ ভাগাভাগিতেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। তাই ঈদে প্রিয়জনকে খুশি করতে নিত্যনতুন আপডেট গেজেটস কিনছেন ক্রেতারা। এ কারণে ব্যবসায়ীরাও নানা ডিজিটাল পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ঈদকে সামনে রেখে। নতুন পণ্যের পাশাপাশি থাকছে অর্থ ছাড় ও পুরস্কার। গত কয়েক বছরের মতো এবারও ঈদ উপলক্ষে মোবাইল বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন ইলেক্ট্রনিক্স মার্কেটে সরেজমিন ঘুরে দেখা গেছে বেশির ভাগ ক্রেতাই স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। ভাইয়ের সঙ্গে গতকাল বসুন্ধরা সিটি শপিংমলে এসেছিলেন সোনিয়া। ‘ঈদ উপলক্ষে ভাইয়া প্রতি বছর কিছু না কিছু দেয়, এবার একটি স্মার্ট ফোন কিনে দিয়েছে’ জানালেন তিনি। তা ছাড়া, স্মার্ট ফোনটি অন্যান্য আনুষঙ্গিক পড়ালেখায় কাজে লাগবে বলে তিনি জানান। এদিকে, ছেলে আয়ান ও স্ত্রী রাত্রিকে নিয়ে এসেছিলেন তুষার সাহেব। মার্কেট থেকে ছেলে এবং বোনের জন্য ইতিমধ্যে পোশাক কিনেছেন। কিনেছেন জুতা। এবার ইলেক্ট্রনিক দোকানগুলোতে খুঁজছেন একটি ভালো মানের ভিডিও গেমস। তুষার সাহেব বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম এবার ঈদে ডিজিটাল ডিভাইস কিনব। বাচ্চাকে বাড়তি আনন্দ দিতেই এ ভিডিও গেমস কেনার পরিকল্পনা।’ বর্তমানে লাইফস্টাইলের সঙ্গে মানানসই প্রযুক্তিপণ্যই উপহার হিসেবে বেশি দেওয়া হচ্ছে। বরাবরের মতো এবারও স্মার্ট ফোন বিশেষ করে অ্যান্ড্রয়েট সাপোর্টেট ফোনগুলো একটু বেশিই বিক্রি হচ্ছে। অন্যদিকে, ঈদ উপলক্ষে কিছু কিছু আইটি প্রতিষ্ঠান বিশেষ ছাড় ঘোষণা করেছে। উপহার পাওয়ারও সুযোগ আছে। বেশির ভাগ অফার চালু থাকবে চাঁদরাত পর্যন্ত। এ ছাড়াও নির্দিষ্ট মডেলের কিছু প্রোডাক্টে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।  এছাড়া তথ্যপ্রযুক্তির এই সময়ে কেনাকাটায়ও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। ঘরে বসে অর্ডার করলেই মিলছে পছন্দের পণ্য। ব্যস্ত নগর জীবনে অনেকেই চায় না ঝুট-ঝামেলায় জড়াতে। এ ক্ষেত্রে বিভিন্ন দোকান ঘুরে কেনাকাটার ঝামেলা অনেকটাই কমিয়ে এনেছে অনলাইন শপিং। তাই অনেকের পছন্দ এই মাধ্যমে কেনাকাটা করা। ঘরে বসেই বিভিন্ন সাইটে গিয়ে ক্রেতাদের এসব পণ্য দেখার সুযোগ মিলছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে বেশ কিছু মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে ওয়ালটন। মডেলভেদে ওয়ালটন স্মার্টফোনের দাম কমেছে ২ হাজার থেকে ৪০০ টাকা পর্যন্ত। ওয়ালটন সূত্রে জানা গেছে, দাম কমানো হ্যান্ডসেটগুলো হচ্ছে প্রিমো জেডএক্সথ্রি, প্রিমো এনএইচথ্রি লাইট, প্রিমো এনএইচথ্রিআই, প্রিমো জিএইট, প্রিমো এইচএমফোর এবং প্রিমো এইচ৭। ওয়ালটন সেলুল্যার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, গত বছর বাজারে আসার পর স্মার্টফোনপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে ফ্ল্যাগশিপ ‘জেডএক্সথ্রি’। এই হ্যান্ডসেটে ব্যবহূত হয়েছে ৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। ফোনটির হাই পারফরমেন্স নিশ্চিত করতে রয়েছে ২.৫ গিগাহার্জের শক্তিশালী অক্টা-কোর প্রসেসর, ৪ জিবি দ্রুতগতির এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং মালি-টি ৮৮০ গ্রাফিক্স। এর স্টোরেজ ৬৪ গিগাবাইট। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এদিকে, ঈদ উপলক্ষে দাম কমেছে সিম্ফনির ফোর জি ফোনের। জনপ্রিয় তিনটি স্মার্টফোনের দাম কমানো হয়েছে। সিম্ফনির সিনিয়র ডিরেক্টর মাকসুদুর রহমান জানান, ‘দেশে এখন ফোরজি ফোনের চাহিদা আস্তে আস্তে বাড়ছে। তাই আমরা চেষ্টা করছি মানুষ যাতে সাধ্যের মধ্যে একটি ফোরজি স্মার্টফোন ক্রয় করতে পারে। সেই লক্ষ্যেই এই স্মার্টফোনগুলোর দাম কমানো হলো’।  ঈদের আনন্দ উপভোগ করা এবং সেগুলোকে ফ্রেমে বন্দী করা গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভালোমানের সেলফি ক্যামেরা সম্পন্ন একটি স্মার্টফোন হতে পারে উপহারের অনুষঙ্গ। শুধু ক্যামেরাকে গুরুত্ব দিয়ে স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো-এর এফ৭ সেলফি ও ক্যামেরার জন্য অন্যতম উপযোগী একটি স্মার্টফোন হতে পারে। এই অপো এফ৭ ফোনে রয়েছে ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অনেক বেশি বাস্তব, ন্যাচারাল ও নিজের পছন্দ অনুযায়ী সেলফি পেতে অপো প্রথমবারের মতো এফ৫ হ্যান্ডসেটটিতে আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স যুক্ত করেছে।

সর্বশেষ খবর