বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস

বেসিসের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস। এ আয়োজন থেকে প্রাপ্ত বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত করা হবে। এ বছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আগামী ৯-১৩ অক্টোবর চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত হবে।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো- ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রকল্প জমা নেওয়া হচ্ছে, প্রাথমিক প্রকল্প জমা দেওয়া যাবে ২০ জুলাই পর্যন্ত।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষণীয় দিকসমূহ : মোট ৩৫টি ক্যাটাগরিতে ১০৫টি পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের প্রকল্প জমা নেওয়ার জন্য রয়েছে বিশেষ ক্যাটাগরি, বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডস, ২০১৮, গুয়াংজু, চীনের জন্য মনোনয়ন প্রদান, প্রকল্প জমা দেওয়ার শেষ দিন : ২০ জুলাই।

সর্বশেষ খবর