বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আইটি বাজার

ইনফোটেক ডেস্ক

দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের নতুন ফোরজি ফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। একে দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল-ভিউ ডিসপ্লের ফোরজি ফোন বলছে ওয়ালটন। ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ফোনটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। স্মার্টফোনটিতে ব্যবহূত হয়েছে ৫.৩৪ ইঞ্চির ১৮:৯ রেশিওর ফুল ভিউ আইপিএস ডিসপ্লে। ২.৫ ডি কার্ভাড গ্লাস সমৃদ্ধ এই ফোনে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে প্রযুক্তি। যার ফলে স্ট্যান্ডবাই মোডে রেখেই নোটিফিকেশন, সময় কিংবা তারিখ দেখা যাবে। ১.২৫ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসরসমৃদ্ধ ফোনটিতে রয়েছে ১ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, মালি-টি৭২০ গ্রাফিক্স, ৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ যা ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। ২,৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটির সামনে ও পেছনে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোরজি সাপোর্টেড ডুয়াল সিমের ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ (গো এডিশন) পরিচালিত। নীল ও সোনালি এই দুই রঙে ফোনটি ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে মিলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর