মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আইফোনে বন্ধ হচ্ছে যে ফিচার!

ইনফো ডেস্ক

নেক্সট জেনারেশন আইফোন আনছে অ্যাপল। এমন খবরই দাপিয়ে বেড়াচ্ছে ইন্টারনেট জুড়ে। অনলাইনেই সামনে এসেছে আরও একটি বিষয়, 3D টাচ টেকনোলজি। রিপোর্ট জানাচ্ছে, ফিচার আইফোনগুলো থেকে 3D টাচ সাপোর্টকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে অ্যাপেল। সর্ব প্রথম 3D টাচ সার্পোট ছিল অ্যাপেলের iPhone 6S, iPhone 6S Plus দুটি ফোনে। চলতি বছরের প্রথমেই ঘোষণাটি করা হয়েছিল। তবে, আবারও বাজারে ছড়িয়েছে বেশকিছু গুজব। জানা গেছে, ২০১৯ সালে বাজারে আসবে আইফোনের বেশ কিছু নতুন মডেল। তবে সেগুলোতে থাকছে না কোনো 3D টাচ সাপোর্ট সিস্টেম। সুতরাং, বোঝাই যাচ্ছে ২০১৮ সালে আসা আইফোন ডিভাইসগুলোই শেষ 3D টাচ সাপোর্ট ডিভাইস। রিপোর্টের তথ্য অনুসারে, ২০১৯ সালের একেবারে শেষে বাজারে আসতে চলেছে AirPod 2, যেটির আধুনিক প্রযুক্তি জল থেকে বাঁচাবে ডিভাইসটিকে। অন্যদিকে, এয়ারপ্যাড বহনকারী কেসটি লঞ্চ করবে অ্যাপল। যেটি সাপোর্ট করবে ওয়ারলেস চার্জিং। শিগগিরই AirPower চার্জিং ম্যাট পেতে চলেছেন গ্রাহকরা।

সর্বশেষ খবর