বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আইটি বিশ্ব

ইনফোটেক ডেস্ক

উইন্ডোজ ১০ এর পরবর্তী আপডেট কবে আসবে তার দিনক্ষণ জানালো মাইক্রোসফট। আর সেটি হচ্ছে চলতি বছরেরই অক্টোবরে। বার্লিনে ২০১৮ আইএফএর ঘোষণায় এমনটাই জানিয়েছে এ মার্কিন টেক জায়ান্ট। আর এতে নতুন ‘ডার্ক মোড’ যোগ হতে চলেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। কোম্পানির অভ্যন্তরে এই আপডেটকে রেডস্টোন-৫ ডাকনাম দেওয়া হয়েছে। যদিও টেক দুনিয়ায় ‘উইন্ডোজ ১০ অক্টোবর ২০১৮ আপডেট’ নামেই ডাকা হবে এই আপডেটকে। এই আপডেটে সারা পৃথিবীর ৭০ কোটি উইন্ডোজ ১০ কম্পিউটারে নতুন ফিচার যোগ করবে মাইক্রোসফট। তবে এই আপডেটে ঠিক কী ফিচার যোগ হবে তা জানায়নি কোম্পানি।

একই ইভেন্টে Lenovo Yoga C630, Yoga Book C930, Dell Inspiron 13 7000 2-in-1, Surface Go, Acer Predator Triton 900 এর মতো Windows কম্পিউটার বিশ্বের সামনে নিয়ে এসেছে। তবে কোম্পানি জানিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই নতুন উইন্ডোজ ১০ আপডেট সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর