বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

তথ্য বিচিত্রা

ইনফোটেক ডেস্ক

আমরা যখন আমাদের স্মার্টফোন বিক্রি করি বা বদলে ফেলি, তখন সাধারণত ফোনের ফ্যাক্টরি রিসেট করেই ভাবি যে, ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসহ সব গুরুত্বপূর্ণ তথ্য যা সেই ফোনে সেভ করা ছিল, তা সবটাই ফোন থেকে মুছে ফেলা গেল। তা কিন্তু মোটেই নয়। কারণ, ফোন থেকে ফ্যাক্টরি রিসেট করে মুছে ফেলা তথ্য যে কোনো সময় জালিয়াতরা নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই জোগাড় করে ফেলতে পারে। তবে বিশেষ সফটওয়্যার আছে, যেগুলোর সাহায্যে ফোনের সেই তথ্যগুলো স্থায়ীভাবে মুছে ফেলা সম্ভব। বর্তমানে স্মার্টফোনেই যে কোনো ব্যক্তির সব গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য নথিভুক্ত থাকে। ফোনের বহু অ্যাপেও সেই তথ্যগুলো ব্যবহার করা হয়। তাই ফোন বাতিল করার আগে বা বদলে ফেলার আগে বিশেষ ডেটা ইউজার সল্যুশনের সাহায্যে সমস্ত তথ্য মুছে ফেলা বাঞ্ছনীয়। আর এক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারকারীদের সাহায্য করবে একটি ডেটা ইরেজার সফটওয়্যার, নাম বিটরেজার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর