বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

টু কি টা কি

ইনফোটেক ডেস্ক

হ্যান্ডসেটের ব্যাটারি যখন লাল সংকেত দেয়, তখন কিছুটা হলেও আপনার থামতে হয়। সারারাত ফোনে চার্জ দিয়ে সকালে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথেই যখন ‘লো-ব্যাটারি’র সংকেত দেখতে হয়, যা বেশ বিরক্তিকর। এই সমস্যা সমাধানের জন্য সমাধান নিয়ে এসেছে অপো। অপো’র Vooc ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির কল্যাণে আপনার হ্যান্ডসেটে চার্জ হবে অবিশ্বাস্য দ্রুত গতিতে। অপো’র নিজস্ব এই উদ্ভাবন আপনাকে দিচ্ছে মাত্র ৫ মিনিটের চার্জে ২ ঘন্টা পর্যন্ত কথা বলার সুবিধা, যেখানে লো ভোল্টেজে হাই কারেন্ট সল্যুশন এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২০১৪ সালে অপো’র নিজস্ব উদ্ভাবন, Vooc একটি লো ভোল্টেজ ফাস্ট চার্জিং প্রযুক্তি, যা গতানুগতিক চার্জিং প্রযুক্তির তুলনায় ৪গুণ দ্রুততর গতির। এরই মধ্যে এটি ৫০০টি প্যাটেন্টে ব্যবহূত হচ্ছে এবং ৯০ মিলিয়নেরও বেশি গ্রাহক এটি ব্যবহার করছেন। হ্যান্ডসেট চার্জিংয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাপ। যত বেশি ভোল্টেজে চার্জ দেওয়া হয়, ফোন তত বেশি গরম হয়ে যায়। Vooc প্রযুক্তিতে যেহেতু ৪গুণ বেশি দ্রুততম সময়ে চার্জ হয়, তাই ফোনের তাপ বেড়ে যাওয়া রোধ করতে অ্যাডাপটর থকে পোর্ট পর্যন্ত পাঁচ-স্তর বিশিষ্ট নিরাপত্তা সিস্টেম ব্যবহার করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর