সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইনফো বাজার

ইনফোডেস্ক

অপো এ মাসেই বাংলাদেশের বাজারে নিয়ে আসছে এফ৯ স্ট্যারি পার্পল। স্মার্টফোনটি প্রি-অর্ডার করে গ্রাহকরা পরবর্তী এক বছরে একবারের জন্য পাবেন ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা। সানরাইজ রেড এবং টুয়ালাইট ব্লু-এর সফল উন্মোচনের পর অপো এফ৯ স্ট্যারি পার্পল স্মার্টফোনটি বাজারে নিয়ে আসার ঘোষণা দেয়। গ্রাহকরা ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অপো এফ৯ স্ট্যারি পার্পল প্রি-বুক করতে পারবেন।  বাংলাদেশে এফ৯ স্ট্যারি পার্পল নিয়ে আসার বিষয়ে অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘অপো এফ৯ স্ট্যারি পার্পল খুব শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছে। এর আগে উন্মোচিত এফ৯ এর অন্য দুটি কালারের স্মার্টফোন বাজারে বেশ সাড়া ফেলেছে। বহুল প্রত্যাশিত আসন্ন এফ৯ স্ট্যারি পার্পল অপো পরিবারের সেরা স্মার্টফোন সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আশা করছি, আমাদের সম্মানিত গ্রাহকরা স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা অর্জন করবেন।’ 

বাংলাদেশের মার্কেটে মোবাইলে চার্জ সমস্যা খুবই সাধারণ। এই বিবেচনায়, অপো এফ৯ স্ট্যারি পার্পল স্মার্টফোনে নিয়ে এসেছে VOOC ফ্ল্যাশ চার্জ। যদি অনেক ব্যস্ততা থাকে তবে, মাত্র পাঁচ মিনিট চার্জ দিয়ে দুই ঘণ্টা কথা বলতে পারবেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর