রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ফোনের বিস্ফোরণ ঠেকাতে...

ইনফোটেক ডেস্ক

ফোনের বিস্ফোরণ ঠেকাতে...

মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনের বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের ফোন হঠাৎ বিস্ফোরণ ঘটে যা অনাকাঙ্ক্ষিত। সম্প্রতি, বেশ কয়েকটি মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমন খবরও প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। প্রযুক্তির যুগে সবাই স্মার্টফোন নির্ভর, এতে দ্বিমত নেই। কিন্তু, কীভাবে এড়াবেন এ ধরনের ঘটনা? তাই জেনে নেওয়া যাক এ বিষয়ে—

১) স্মার্টফোনে বিস্ফোরণের অন্যতম মূল কারণ হিসেবে সামনে এসেছে

ওভার-চার্জিংয়ের বিষয়টি। বেশিরভাগ ইউজারই রাতে ঘুমনোর সময় সারা রাত ধরে ফোনে চার্জ দিয়ে থাকেন। আর বেশি সময় ধরে চার্জ দেওয়ার ফলেই ওভার-হিটিংয়ের সমস্যা দেখা যায় তাই, ফোন ফুল-চার্জ হয়ে গেলেই

ফোনটিকে আন-প্লাগ করুন।

২) ফোন চার্জ করার সময় কখনই সেটের ওপর কোনো জিনিস রাখবেন না। এতে ওভার-হিটিংয়ের সমস্যা বেশি দেখা যায়। ফলে, খুব তাড়াতাড়ি আগুন ধরে যাওয়ার সম্ভবনা থাকে। এছাড়া, ফোন চার্জিংয়ের সময় কখনই মুভি দেখবেন না অথবা গেম খেলবেন না। এতেও ওভার-হিটিংয়ের সমস্যা দেখা যেতে পারে।

৩) ফোন চার্জের সময় ইয়ারফোন ব্যবহার বা ফোনে কথা বলার সময় চার্জ দেবেন না। দীর্ঘসময়ের জন্য ফোন চার্জ দেওয়ার সময় কোনো গরম

জায়গা বা সরাসরি রোদের মধ্যে রেখে চার্জ দেবেন না। যেটি বাড়িয়ে দিতে পারে হিটিং ইস্যুকে। সব সময় সম্ভব না হলেও চার্জ দেওয়ার সময় ফোনটির কেসটিকে রিমুভ করে নিন।

৪) স্মার্টফোন চার্জের সময় ব্যবহার করুন স্মার্টফোনটির নিজস্ব ব্র্যান্ডের চার্জার। ভুয়া বা অন্য ব্র্যান্ডের চার্জার ব্যবহার ফোনে বিস্ফোরণ ঘটানোর কারণ হতে পারে। চার্জারের মতোই অনেক স্মার্টফোনের ব্যাটারিও বদলের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে, নির্দিষ্ট স্মার্টফোন সংস্থাটির ব্যাটারি নিন। অনেক সময়ই অন্য সংস্থার ব্যাটারি ব্যবহার হয়ে থাকে। যা দুর্ঘটনা ঘটতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর