রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সাইবার হামলার ঝুঁকিতে যারা

সাইবার হামলার ঝুঁকিতে যারা

বর্তমান প্রজন্ম ইন্টারনেট ছাড়া জীবনযাপনের কথা ভাবতেই পারে না। মোটামুটিভাবে ১৯৯০ সালের আশেপাশে যাদের জন্ম, তারাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রথম ই-মেইল এবং ইন্টারনেট প্রজন্ম। তারা ‘গুগল’ সার্চ ইঞ্জিনকে চোখের সামনে জন্মাতে দেখেছেন। এই প্রজন্ম প্রত্যেক মুহূর্তেই নিজেকে আপডেট করে চলেছে। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে তারাই আজ সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি। কারণ ‘সাইবার সিকিউরিটি ইনসাইট’ শীর্ষক রির্পোট ঘাটলে কিছুটা আতঙ্কিত হতে হয়। রিপোর্টেই বলা হচ্ছে ১৯৯০-২০০০ সালের মধ্যে যাদের জন্ম, সেই মিলেনিয়াল প্রজন্মের মধ্যে নিজেদের পাসওয়ার্ড অন্যদের সঙ্গে শেয়ার করার প্রবণতা অত্যন্ত বেশি। এই প্রজন্মের ৫৫ শতাংশ এ কারণে সাইবার ক্রাইমের কবলে পড়ে থাকেন। আইটি সংশ্লিষ্ট কোম্পানী সিমান্টেকের রিপোর্ট অনুযায়ী, এই ট্রেন্ড থাকার কারণে সারা পৃথিবীতেই মিলেনিয়াল প্রজন্মের ৪০ শতাংশ সাইবার অপরাধের শিকার হয়েছে। পাসওয়ার্ড শেয়ার করার প্রবণতাই এর মূল

কারণ বলে জানা গেছে। সিমান্টেকের রিপোর্ট অনুযায়ী, ৩৪ শতাংশ তাদের বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্যদের জানিয়েছেন এবং তাদের মধ্যে বেশিরভাগের থেকেই ব্ল্যাকমেল করে টাকা চাওয়া হয়েছে। সাইবার ক্রাইমের শিকার এই মিলেনিয়ালদের মধ্যে ৮০ শতাংশই এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। আবার তাদের মধ্যে ১৮ শতাংশ ব্ল্যাকমেলারদের টাকা দিয়েও তাদের ব্যক্তিগত ফাইলগুলি বা ডেটা ফেরত পাননি। তবে শুধুমাত্র যে পাসওয়ার্ড শেয়ার করেই এই বিপদে পড়েছেন মিলেনিয়ালরা তা কিন্তু নয়। প্রতিবেশীর ওয়াই-ফাই কানেকশন বা কোন পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করতে গিয়েও বিপদ ঘটছে। সূত্র : ইন্টারনেট

সর্বশেষ খবর