রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
আইটি বিশ্ব

গুগলের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ

ইনফো ডেস্ক

এবার গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে। অন্তত ৫ হাজার গ্রাহকের ব্যক্তিগত তথ্য গুগল প্লাসের মাধ্যমে ফাঁস হয়ে গেছে। তবে ব্লগে পোস্ট করে এ অভিযোগ স্বীকার করেছে গুগল। সমস্যা মোকাবিলায় গুগল প্লাসের সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে বলে পোস্টে জানিয়েছে গুগল। জানা গেছে, গুগল ওই সিকিউরিটি বাগ ও তার জের ধরে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা গত মার্চ মাসেই করেছিল। তারপর তা মেরামতও করা হয়। কিন্তু কোম্পানির সম্মানহানির আশঙ্কা এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে না পারার অভিযোগে ভয়ে সেই খবর অক্টোবর পর্যন্ত গোপন রেখেছিল গুগল কর্তৃপক্ষ। গুগলের সিইও সুন্দর পিচাই নিজেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গেছে। তবে গুগলের দাবি, এখনো কোনো কোম্পানি বা হ্যাকাররা ওই বাগের খোঁজ পায়নি। গ্রাহকের ব্যক্তিগত তথ্যও সর্বসমক্ষে আসেনি বলে দাবি সংস্থার।

সর্বশেষ খবর