রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নাসার পোস্টে মাতল নেটদুনিয়া

ইনফোটেক ডেস্ক

নাসার পোস্টে মাতল নেটদুনিয়া

বেশ কিছু ভাইরাল ভিডিও থাকে যেগুলি মনে দাগ কাটে। নাসার পোস্ট করা একটি ভিডিও সবার মনে সেরকমই দাগ কেটেছে। সম্প্রতি একটি রকেট লঞ্জ করে নাসা। যার কারণে উত্তপ্ত হয়ে ওঠে লঞ্চ প্যাডটি। আর সেটিকেই ঠাণ্ডা করতে ৪,৫০,০০০ গ্যালন পানি ছাড়া হয়। আর সেই ভিডিওটি ধারণ করা হয় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে। ভিডিওটিকে নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় এখন পর্যন্ত প্রায় ৩.৯ লাখ ইউজার ভিডিওটি দেখেছেন। স্পেস এজেন্সি ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে গোটা বিষয়টির বিশ্লেষণ করে। যেখানেই ৪,৫০,০০০ গ্যালন পানি ছাড়ার রহস্যভেদ করা হয়। সংস্থা জানাচ্ছে, ‘রকেট লঞ্চের পরবর্তী উত্তাপ নিয়ন্ত্রণের জন্যই সিস্টেমটিকে ব্যবহার করা হয়েছে।’ সূত্রের খবর, ২০২০ সালের জুনে লঞ্চ করা হবে এক্সপ্লোরেশন মিশন-১। স্পেস লঞ্চ সিস্টেমের প্রথম ফ্লাইট হতে চলেছে এটি। যার ওপর নাসা ১০ বছরের বেশি সময় কাজ করে চলেছে। নাসা জানাচ্ছে, আগের পরীক্ষার ওপর ভিত্তি করে লঞ্চ প্যাডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যেটি লঞ্চ সিস্টেমের কার্যকারিতাকে অনেকাংশে বাড়াবে।

সর্বশেষ খবর