বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অ্যান্ড্রয়েড ফোন ভাইরাস মুক্ত রাখবেন যেভাবে

ইনফোটেক ডেস্ক

অ্যান্ড্রয়েড ফোন ভাইরাস মুক্ত রাখবেন যেভাবে

আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তাদের বড় সমস্যা হচ্ছে ভাইরাস। এটি এমন একটি জিনিস যা অ্যান্ড্রয়েড ফোনকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলে। আবার ভাইরাসের জন্য অ্যান্ড্রয়েড ফোনটি অত্যন্ত স্লো হয়ে যায়। নতুন অবস্থায় মোবাইল ফোনটি অনেক স্পিড থাকলেও একটু পুরানো হয়ে গেলে আর স্পিড থাকে না। এর মূল কারণ হলো ভাইরাস। যদি আপনার মোবাইলকে ভাইরাস মুক্ত রাখতে পারেন তাহলে অ্যান্ড্রয়েড ফোনটিও ভালো থাকবে। যে উপায়ে অ্যান্ড্রয়েড ফোনকে ভাইরাস মুক্ত করা সম্ভব- ১। আমরা অনেক সময় অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল করে থাকি। তবে না বুঝে অ্যাপস ইনস্টল করাটা মোটেও ঠিক নয়। এমন কিছু অ্যাপস রয়েছে যেসব অ্যাপসে অনেক ভাইরাস থাকে। এগুলো ইনস্টল করা উচিত নয়। তাই ইনস্টল করার আগে আপনাকে অনেক বুঝে-শুনে ইনস্টল করতে হবে। ২। আপনার মোবাইলে অ্যাপস ইনেস্টল করুন প্লে-স্টোর হতে। কারণ হলো প্লে-স্টোরে ভাইরাস থাকে না বললেই চলে।

৩। আপনার মোবাইলের “Install from unknown sources” অফ রাখুন। Install from unknown sources অর্থ হলো ভেরিফাইড অ্যাপ স্টোর ব্যতীত অন্য কোনো স্থান হতে অ্যাপ ইনস্টল করা যাবে। কিন্তু এতে অনেক সিক্যুরিটি রিস্ক থেকে যায়। Verifz Apps মার্ক করে রাখুন। এতে করে যে কোনো অ্যাপ ইনস্টল করার আগে নেট হতে অ্যাপ সম্পর্কে আপনার ডিভাইস নিজেই নিশ্চিত হবে। ৪। অ্যাপ ইনস্টটল করার আগে permissions গুলো ভালো করে পড়ে তারপর ইনস্টল করুন। Unwanted অ্যাপ হতে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো এটি। Permissions গুলো পড়লেই বুঝতে পারবেন এ অ্যাপটি আপনার ডিভাইসের কি কি অ্যাক্সেস করতে পারবে। আপনি যদি মনে করেন এটি এমন কিছুর অ্যাক্সেস চাইছে যার সঙ্গে এর কাজের কোনো সামঞ্জস্যই নেই, সেই অ্যাপস ইনস্টল না করাই উত্তম। ৫। Antivirus আপনার মোবাইলকে ভাইরাস মুক্ত রাখতে পারে। প্লে-স্টোরে অনেক রকমের Antivirus রয়েছে আপনি Antivirus ইনস্টল করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন পেইড Antivirus ব্যবহার করার জন্য।

সর্বশেষ খবর