সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এবার ২ কোটিরও বেশি পাসওয়ার্ড ফাঁস!

ইনফোটেক ডেস্ক

এবার ২ কোটিরও বেশি পাসওয়ার্ড ফাঁস!

সম্প্রতি একটি আইটি বিষয়ক রিপোর্ট জানাচ্ছে, অন্তত ২ কোটি ১০ লাখ পাসওয়ার্ড আর ৭৭ কোটি ২৯ লাখ ৪ হাজার ৯৯১টি ই-মেইল অ্যাড্রেস ফাঁস হয়ে গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু ডেটাবেস থেকে। তার ফলে, কম করে ২৭০ কোটি গোপনীয় রেকর্ড ইতিমধ্যেই পৌঁছে গেছে হ্যাকার, স্প্যামারদের হাতে হাতে। ডেটাবেসগুলো ওই সব ই-মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আবর্জনার মতো ফেলে দিয়েছিল তথ্যপ্রযুক্তির একটি ‘ডাম্পিং গ্রাউন্ডে’। যার নাম ‘কালেকশন #ওয়ান’। যদি তা সত্যি হয়ে থাকে, তা হলে ফেসবুক কাণ্ডের চেয়েও বড় এই তথ্য-ফাঁস কেলেঙ্কারি- বলছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। এই ঘটনাটি প্রথম নজরে আসে তথ্য (ডেটা) সংক্রান্ত গবেষণায় ডুবে থাকা ট্রয় হান্টের। যিনি ‘হ্যাভ আই বিন পন্ড’ নামে একটি ওয়েবসাইট চালান। এই ওয়েবসাইটে যে কোনো ই-মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড পাঠানো হলে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে বলে দেয়, কোনো সময় কেউ সেই গোপন পাসওয়ার্ড জেনে ফেলে তা দিয়ে সেই ই-মেইল অ্যাড্রেস খুলেছিল কিনা। কতবার খুলেছিল। কোথা কোথা থেকে হ্যাকার, স্প্যামাররা জেনে ফেলা গোপন পাসওয়ার্ড দিয়ে সেই ই-মেইল অ্যাড্রেসে ঢুকেছিল। কত তথ্যাদি তারা চুরি করেছিল। সেই ট্রয় হান্টই তার ব্লগে লিখেছেন, ‘২ কোটি ১০ লাখ পাসওয়ার্ড আর ৭৭ কোটি ২৯ লাখ ৪ হাজার ৯৯১টি ই-মেইল অ্যাড্রেস ফাঁস হয়ে গেছে।  ফলে ২৭০ কোটি গোপনীয় রেকর্ড হ্যাকার, স্প্যামারদের হাতে পৌঁছে গেছে।’ এদিকে কিছু কিছু আইটি বিশ্লেষক বলছেন, ট্রয় হান্ট’র এই তথ্য সত্য নয়। কিন্তু সত্য-মিথ্যা যাই হোক না কেন তথ্যটির ফলাফল ছড়িয়ে পড়ছে। আর বাড়ছে আতঙ্ক।

সর্বশেষ খবর