সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রাণিসেবার ডিজিটাল প্ল্যাটফর্ম

ইনফোটেক ডেস্ক

প্রাণিসেবার ডিজিটাল প্ল্যাটফর্ম

সূর্যমুখী লিমিটেড গত ৯ বছর যাবৎ তথ্যপ্রযুক্তি ভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে জড়িত যার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রাণিসম্পদ উন্নয়নমূলক কর্মকাণ্ড । সম্প্রতি সূর্যমুখী লিমিটেড এবং ফিনিক্স ইনসিওরেন্স তথ্য প্রযুক্তি ব্যবহার করে সবযন্ত্রে ইন্টারনেট এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রাণীর জাত উন্নয়ন, সফল প্রজনন, তথ্য সংরক্ষণ, গবাদি প্রাণী পালন ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান এবং সর্বোপরি গবাদি প্রাণীর বীমা সুবিধা প্রদানের উদ্দেশ্যে সূর্যমুখী প্রাণিসেবা নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে।

UKaid  এর সমর্থনে এবং Ges Business Finance for the Poor in Bangladesh (BFP-B) -এর সহযোগিতায় Creating Cattle Insurance Market by Radio Frequency Identification (RFID) Tracking in Bangladesh নামের প্রকল্পের ফল হিসেবেই সূর্যমুখী প্রাণিসেবা আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি প্রযুক্তিনির্ভর এই প্রাণিবীমা প্ল্যাটফর্ম সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স ফার্মগেটে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশে প্রাণিবীমায় রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ প্রযুক্তির প্রয়োগ শীর্ষক সেমিনারের আয়োজন করে সূর্যমুখী লিমিটেড এবং ফিনিক্স ইন্সিওরেন্স। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার। সেমিনারে সূর্যমুখী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক বলেন, সূর্যমুখী প্রাণিসেবা প্ল্যাটফর্মের অংশ হিসেবে একটি বায়োসেন্সর গবাদি প্রাণীর পাকস্থলীতে স্থাপন করানো হয়। এই বায়োসেন্সর বা বোলাস প্রাণীর পাকস্থলী থেকে রেডিও ফ্রিকোিেয়ন্স শনাক্তকরণ প্রক্রিয়ায় তথ্য তৈরি এবং ক্লাউডে প্রেরণ করে।

সর্বশেষ খবর