৩ অক্টোবর, ২০১৫ ১৫:২৩

উত্তর প্রদেশের সেই গ্রামে ঢুকতে পারেননি কেজরিওয়াল

অনলাইন ডেস্ক

উত্তর প্রদেশের সেই গ্রামে ঢুকতে পারেননি কেজরিওয়াল

ফাইল ছবি

ভারতের উত্তরপ্রদেশের যে গ্রামে ঈদের দিন গরুর মাংস খাওয়ার অপরাধে গণপিটুনিতে আখলাক নামে এক মুসলমান ব্যক্তি খুন হয়েছেন সেই গ্রামে ঢুকতে পারেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিহত আখলাকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে আজ রাজ্যটির বাসেরা গ্রামে ঢুকতে চেয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু স্থানীয় শত শত নারী-পুরুষ পাথর ও অন্যান্য সামগ্রি নিয়ে তার রাস্তা রোধ করে। ফলে গ্রামটিতে ঢুকতে পারেননি তিনি। পরে টু্ইট বার্তায় কেজরিওয়াল নিজেই একথা জানিয়েছেন। খবর দ্য হিন্দু।

টুইট বার্তায় কেজরিওয়াল লিখেন, 'আমরা দৃঢভাবে বিশ্বাস করি যে হিন্দু ও মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে এবং তারা ভোট ব্যাংক হতে পারবে না। তারা [বিজেপিকে লক্ষ্য করে] জনগণকে বিভক্ত করতে চায়।'

এদিকে, গরুর মাংস খাওয়া ও পরবর্তীতে তা খাওয়ার উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে গণপিটুনিতে নিহত আখলাকের ঘটনায় দায়ের করা একটি মামলায় এখন পর্যন্ত ছয়জন গ্রেফতার হয়েছেন। মামলায় অভিযুক্ত বাকিদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চলছে।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর