শিরোনাম
৮ নভেম্বর, ২০১৫ ২৩:০০

মিয়ানমারে ভোটের ফল সোমবার

অনলাইন ডেস্ক

মিয়ানমারে ভোটের ফল সোমবার

মিয়ানমারে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার সকালে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় স্থানীয় সময় বিকাল চারটায়। সোমবার সকাল নাগাদ নির্বাচনের ফল পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপপরিচালক থান্ট জিন অং। খবর এএফপির।

তিনি বলেন, প্রায় ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। দেশটিতে ভোটারের সংখ্যা প্রায় তিন কোটি।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত ২৫ বছরের মধ্যে এই প্রথম দেশটিতে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। এতে ৯০টির বেশি দল থেকে ৬ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে নোবেল শান্তি পুরস্কারজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এ নির্বাচনে বড় সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এনএলডি বিজয়ী হলেও সু চি প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণ, কারও সন্তান বিদেশি নাগরিক হলে মিয়ানমারের সংবিধান অনুযায়ী তাঁর প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই। তবে সু চি গত বৃহস্পতিবার বলেছেন, এনএলডি সরকার গঠন করলে ক্ষমতার রাশ তাঁর হাতেই থাকবে।

বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর