৯ নভেম্বর, ২০১৫ ০৮:৫৯

'রুশ আগ্রাসন ঠেকানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র'

অনলাইন ডেস্ক

'রুশ আগ্রাসন ঠেকানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র'

রাশিয়ার সামরিক আগ্রাসন ঠেকানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার। মস্কোর পরমাণু অস্ত্রের ঝনঝনানিতে বিশ্ব ব্যবস্থা এখন বিপদের মুখে পড়েছে বলেও তিনি অভিযোগ করেন।

কার্টার বলেন, 'রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় আমরা নিজেরা এবং মিত্ররা মিলে আমাদের পরিকল্পনা ঠিক করছি।'  ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দেয়া এক বক্তৃতায় কার্টার এসব কথা বলেন।

দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে চলমান উত্তেজনা নিয়েও কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, 'দিন দিন বেড়ে চলা চীনের সামরিক শক্তি ও প্রভাব উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ চীন সাগরে বেইজিং যে দ্বীপগুলোর দাবি করছে তা যুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে।'

 
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর