৯ নভেম্বর, ২০১৫ ১০:৫৫

মিয়ানমারে ভোটের ফল ৬ ঘণ্টা পেছালো

অনলাইন ডেস্ক

মিয়ানমারে ভোটের ফল ৬ ঘণ্টা পেছালো

মিয়ানমারের ভোটের প্রাথমিক ফলাফল ঘোষণার সময় ছয় ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার বিকাল ৩টা নাগাদ ফল ঘোষণা করা হতে পারে বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এদিন সকালেই ফলাফল ঘোষণার কথা ছিল।

এদিকে ফল ঘোষণা না হলেও বিভিন্ন কেন্দ্রের ভোট গণনার বেসরকারি হিসেবে টানেলের শেষ প্রান্তে আলোর রেখা দেখছে নোবেল জয়ী অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। সোমবার সকালেই দেশটির হাউজ অব পার্লামেন্টের স্পিকার শুয়ে মান ফেসবুকে সুচির দলের এক সদস্যের কাছে পরাজয় বরণের বিষয়টি আগেভাগে স্বীকার করে পোস্ট দিয়েছেন।

তবে ভোটের ফলাফল পিছিয়ে দেওয়ায় কারসাজির আশঙ্কা করছে দলের এনএলডি নেতা-কর্মীরা। এ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় মিছিলও করছে তারা।

রবিবার মিয়ানমারে সাধারণ নির্বাচনে ভোগগ্রহণ সম্পন্ন হয়। সোমবার সকালে নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে গতকাল জানিয়েছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপপরিচালক থান্ট জিন অং। কিন্তু এদিন সকালে ফল ঘোষনার সময় বিকাল অবধি পিছিয়ে দেওয়া হয়।

গতকালের নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। দেশটিতে ভোটারের সংখ্যা প্রায় তিন কোটি।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত ২৫ বছরের মধ্যে এই প্রথম দেশটিতে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। এতে ৯০টির বেশি দল থেকে ৬ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে নোবেল শান্তি পুরস্কারজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এ নির্বাচনে বড় সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এনএলডি বিজয়ী হলেও সু চি প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণ, কারও সন্তান বিদেশি নাগরিক হলে মিয়ানমারের সংবিধান অনুযায়ী তাঁর প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই। তবে সু চি গত বৃহস্পতিবার বলেছেন, এনএলডি সরকার গঠন করলে ক্ষমতার রাশ তাঁর হাতেই থাকবে।

সূত্র: নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান

বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর